০১ |
ক্ষুদ্রঋণ কর্মসূচিতে সদস্য ভর্তি সংক্রান্ত |
ম্ইাক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির আইন ও বিধি এবং সংস্থার নীতিমালা অনুসারে আবেদনকারীকে যাচাই-বাছাইপুর্বক সদস্য হিসাবে ভর্তি এবং ভর্তিকৃত সদস্যকে সক্ষমতা অনুসারে ঋণ, সঞ্চয় ও অন্যান্য সেবা প্রদান |
নির্ধারিত তথ্য¯স্লিপ, ভর্তির আবেদনপত্র, ছবি, এনআইডির/ডিজিটাল জন্মনিবন্ধন-এর কপি, ভর্তিকৃত সদস্যের সঞ্চয় সংক্রান্ত, নমিনির ছবিসহ নাম ঠিকানা ও অংশিদারিত্বের তথ্য প্রাপ্তি স্থান: শাখা অফিস |
বিনামূল্য/ ক্ষেত্র বিশেষ বিধি মোতাবেক নির্ধারিত মূল্য |
অনধিক ১৫ কর্ম-দিবস |
সংশ্লিষ্ট সমিতির দায়িত্বপ্রাপ্ত সিও মাধ্যমে শাখা ব্যবস্থাপক |
০২ |
ঋণ কর্মসুচির আওতায় সঞ্চয় জমাকরণ সংক্রান্ত |
ভর্তিকৃত সদস্যগণ সঞ্চয় হিসাব পরিচালনার জন্য বিবেচিত হবেন এবং সংস্থার নীতিমালা অনুসারে সাপ্তাহিক/ মাসিক ভিত্তিতে নির্ধারিত হারে সঞ্চয় জমা এবং উত্তোলন করতে পারবেন |
আবেদনকালীন দাখিলকৃত তথ্যের ভিত্তিতে পুরণকৃত পাশ বই
প্রাপ্তি স্থান: শাখা অফিস অথবা নির্ধারিত সমিতিতে দায়িত্বপ্রাপ্ত কর্মী এবং সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপক |
বিনামূল্য/ ক্ষেত্র বিশেষ বিধি মোতাবেক নির্ধারিত |
অনধিক ১৫ কর্ম-দিবস |
সংশ্লিষ্ট সমিতির দায়িত্বপ্রাপ্ত সিও মাধ্যমে শাখা ব্যবস্থাপক |
০৩ |
ঋণ গ্রহণ সংক্রান্ত |
আবেদনের প্রেক্ষিতে এবং রেগুলেটরী অথরিটির আইন ও বিধি এবং সংস্থার নীতিমালা অনুসারে আবেদনকারীকে যাচাই-বাছাইপুর্বক সক্ষমতা অনুসারে ঋণ প্রদান |
নির্ধারিত আবেদনপত্র, ছবি, এনআইডির/ডিজিটাল জন্মনিবন্ধন-এর কপি, ঋণ প্রকল্প অনুসারে প্রয়োজনীয় কাগজপত্র
প্রাপ্তি স্থান: শাখা অফিস অথবা নির্ধারিত সমিতিতে দায়িত্বপ্রাপ্ত কর্মী এবং সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপক |
বিনামূল্য/ ক্ষেত্র বিশেষ বিধি মোতাবেক নির্ধারিত |
অনধিক ১৫ কর্ম-দিবস |
সংশ্লিষ্ট সমিতির দায়িত্বপ্রাপ্ত সিও মাধ্যমে শাখা ব্যবস্থাপক |
০৪ |
সদস্যদের অ-আর্থিক সেবা প্রদান (কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক উন্নয়ন প্রকল্প ইত্যাদি |
চাহিদার ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী পরামর্শ প্রদান/নিয়মিত তদারকীর মাধ্যমে |
ঋণ আবেদনের সাথে দাখিলকৃত কাগজপত্রের অতিরিক্ত কোন কিছু জমা প্রদান করতে হবে না |
বিনামূল্য/ ক্ষেত্র বিশেষ বিধি মোতাবেক নির্ধারিত |
চলমান |
মিঃ রঞ্জিত চন্দ্র দাস
প্রোগ্রাম হেড, ফোন- ০১৭১৩-
৩৮৭৩৮৭
ইমেইল- ranjitbastob@gmail.com |
০৫ |
সদস্য কল্যাণ তহবিল সেবা সংক্রান্ত |
ঋণ গ্রহণকালে একটি ঋণ পরিক্রমার জন্য নির্ধারিত হারে সদস্য কল্যাণ তহবিল জমা প্রদান |
ঋণ আবেদনের সাথে দাখিলকৃত কাগজপত্রের অতিরিক্ত কোন কিছু জমা প্রদান করতে হবে না |
বিনামূল্য |
ঋণ বিতরণের পূর্বে সদস্য কল্যাণ তহবিল জমা পূর্ব পর্যন্ত |
সংশ্লিষ্ট সমিতির দায়িত্বপ্রাপ্ত সিও মাধ্যমে শাখা ব্যবস্থাপক |
০৬ |
সদস্যদের আইনী সহায়তা প্রদান |
আইন কর্মকর্তা কর্তৃক সহায়তা প্রদান |
মামলা সংক্রান্ত সকল নথিপত্র |
বিনামূল্য |
অনির্ধারিত |
এড. মোঃ জামাল হোসেন
পরিচালক প্রশাসন, ফোন নং-
০১৭১৩-৩৮৭৩৫২
ইমেইল: mdjamalhossain83@gmail.com |
০৭ |
সদস্যের মৃত্যু হলে বীমা দাবী পরিশোধ (সঞ্চয় ফরেৎ ও ঋণ মওকুফ ) । |
সদস্য কল্যঅণ তহবিল বিমা দাবী পরিশোধ |
মৃত্যুসনদ/ডাক্তার/হাসপাতালের সনদ |
বিনামূল্য |
সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে |
সংশ্লিষ্ট সমিতির দায়িত্বপ্রাপ্ত সিও মাধ্যমে শাখা ব্যবস্থাপক |