ভিশন | মিশন | মূল্যবোধ |
---|---|---|
“এমন একটি সমাজ যেখানে অনগ্রসর জনগোষ্ঠী আত্মপ্রত্যয়ী এবং উন্নত জীবন যাত্রার অধিকারী” |
বাস্তব একটি অলাভজনক স্বেচ্ছাসেবী উন্নয়ন সংগঠন যা সমাজে অনগ্রসর জনগোষ্ঠী, বিশেষভাবে নারী, যুবা ও শিশুদের সংগঠন তৈরী, আয় ও কর্মসংস্থানের ক্ষেত্র সৃষ্টি, স্বাস্থ্য, মানব সম্পদ উন্নয়ন, শিক্ষা ও কৃষ্টি উন্নয়নের জন্য কাজ করছে। বাস্তব-এর লক্ষ্য হলো জনগণের নিজস্ব উন্নয়ন উদ্যোগ এবং তাদের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করা। বাস্তব তার লক্ষ্য অর্জনের জন্য জনগণের অংশগ্রহণ, গণ সংগঠন তৈরী, মানবাধিকার সংরক্ষণ, নারী- বাস্তব জনগণকে আত্ম-নির্ভ রশীল করতে সহায়তা দানের সাথে সাথে সংস্থাকেও স্বনির্ভর করার নীতি উন্নয়ন একটি জটিল প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় বাস্তব সমমনা অন্যান্য প্রতিষ্ঠান ও সরকারের সাথে লক্ষ্যার্জনের জন্য বাস্তব-এ অভিজ্ঞ, উদ্যোমী ও গতিশীল কর্মী এবং পরিচালনা পর্ষদ বা গভার্নিং বোর্ড |
১। মানুষের মর্যাদা ও সামর্থ্যে আস্থা ২। সৃজনশীলতা ও উদ্ভাবনা ৩। সংস্কৃতি ও পরিবেশ সচেতনতা ৪। শৃঙ্খলা, অংশগ্রহণ, দলগত কাজ এবং মুক্ত পরিবেশ ৫। মিতব্যয়িতা ৬। নারী-পুরুষ সমতায়ন ৭। দায়বদ্ধতা ও স্বচ্ছতা ৮। সততা ও একাত্মতা ৯। ন্যায্যতা ও ন্যায়পরায়ণতা ১০। উত্তরোত্তর সেবার মান উন্নয়ন |
MENUMENU
- Home
- Who we are
- Where we work
- What we do
- Elimination of Poverty and Development of Financial Choice of People Living in Poverty
- Providing Quality Education
- Ensure The Access of the Poor to Healthcare, Nutrition, Water and Sanitation
- Skill Development, Decent Work and Economic Growth
- Emergency and Humanitarian Response, Climate Change, Culture, Peace and Reconciliation
- Career
- Gallery
- Contact