বাস্তব-ইনিসিয়েটিভ ফর পিপলস সেলফ ডেভেলপমেন্ট

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বাংলাদেশের জনগণের জন্য এক ঐতিহাসিক আনন্দের ও গর্বের দিন। দীর্ঘ সংগ্রাম ও ৯ মাসের এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজিত করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর জন্ম নেয় একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ”। ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ, ২ লক্ষ মা-বোনের সম্ভ্রম এবং এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে বাঙ্গালী জাতির হাজার বছরের কাঙ্খিত স্বাধীনতা। বিশ্বের মানচিত্রে জায়গা করে নেয়া সেই নবীন দেশটি আজ ৫০ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষ্যে ২০২১ সালে রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়।

 

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই মাহেন্দ্রক্ষনে “বাস্তব” এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সকল শহীদগণ, বীরাঙ্গনা এবং মুক্তিযোদ্ধাদের জানাই গভীর শ্রদ্ধা। দারিদ্রমুক্ত, সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে নিজ নিজ অবস্থান থেকে সকলকে কাজ করার আহবান জানাচ্ছি। কথিত “তলা বিহীন ঝুড়ি” থেকে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ। সরকারের পাশাপাশি বেসরকারী উন্নয়ক সংস্থা বাস্তব ১৯৯৭ সাল থেকে জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের সহযোগী হিসাবে কাজ করছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করবে এই প্রত্যাশা করছি।